অবেশেষে মাঠে ফিরলেন সিলেট সিক্সার্সের নাসির হোসন। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেন নি গত আসরের সিলেটের এ অধিনায়ক।
সিলেটের প্রথম ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ২৪ বল খেলে করেছিলেন মাত্র ৮ রান। এর চেয়েও বেশি সমালোচিত হয়েছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে রানআউট করার কারণে।
তাই তৌহিদকে পরের ম্যাচের একাদশে নেয়নি সিলেট। তার বদলেই সুযোগ পেয়েছেন নাসির। দলে পরিবর্তনও কেবল এই একটি। এছাড়া অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে চিটাগং ভাইকিংসও। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট।
সিলেট ব্যাটিংয়ে নেমে দ্রুত হারায় লিটনকে। লিটন শূন্য করে ফিরে গেলে ব্যাটিংয়ে নামেন নাসির। নাসির ৩ রান করার পর নাঈম হাসানের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ তুলেন দেন।
সিলেট একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, অলক কাপালি, নাসির হোসেন, নিকোলাস পুরান, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, তাসকিন আহমেদ ও আলআমিন হোসেন।
চিটাগং একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং সৈয়দ খালেদ আহমেদ।