মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের খেলাচলাকালে পাঁচ ভারতী জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিসিসির দুর্নীতি দমন ইউনিটের সদস্যরা সাদা পোশাকে গ্যালারিতে নজর রাখছেন জুয়া ঠেকানোর জন্য। সে কারণেই গ্যালারিতে বসেই জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে ভারতীয় ৫ নাগরিককে মঙ্গলবার আটক করা হয় বলে জানা গেছে।
আটকের পর ভ্রাম্যমাণ আদালত পাঁচ ভারতীয়কে ৪ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রত্যেকের আর্থিক দণ্ডের পাশাপাশি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের মাঠে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এদিকে, জুয়াড়িদের পাশাপাশি আরও দুই বাংলাদেশীকে শাস্তি দেওয়া হয়েছে। টাকা নিয়ে অবৈধভাবে স্টেডিয়ামে দর্শক ঢোকানোয় ১১ দিনের আটকাদেশ দেওয়া হয় সজীব আহমেদ (২১) নামে এক যুবককে। অন্যজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।