কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারাল মাশরাফির রংপুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারাল মাশরাফির রংপুর

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ষষ্ঠ ও নিজেদের তৃতীয় ম্যাচে সহজ জয় পেয়েছ রংপুর রাইডার্স। আজ (মঙ্গলবার) দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় রংপুর। বল হাতে ১১ রানে ৪ উইকেট নেন মাশরাফি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। বল হাতে নিয়ে বিধ্বংসী হয়ে উঠেন মাশরাফি। কুমিল্লার টপ-অর্ডারকে দুমড়ে-মুচড়ে দেন তিনি। টপ-অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানকেই শিকার করেন মাশরাফি। কুমিল্লার তামিম ইকবাল ৪, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় এভিন লুইস ৮, ইমরুল কায়েস ২ ও অধিনায়ক অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ শূন্য রান করে মাশরাফির বলে আউট হন।

এরপর মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান পাকিস্তানের শোয়েব মালিক ও উইকেটরক্ষক এনামুল হককে বিজয়কেও বিদায় দেয় রংপুরের বোলাররা। মালিককে শূন্য রানে পেসার শফিউল ও বিজয়কে ২ রানে ফরহাদ রেজা ফিরিয়ে দেন।

উপরের ছয় ব্যাটসম্যান যখন দু অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ তখন ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। তার ছোট্ট ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিলো। শেষ পর্যন্ত সবক’টি উইকেট হারিয়ে ৬৩ রানের পুঁজি পায় কুমিল্লা। রংপুরের মাশরাফি ১১ রানে ৪, নাজমুল ইসলাম ২০ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ৬৪ রানের ছোট টার্গেটে খেলতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় রংপুর। মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ১ রান করে ফিরেন। গেইল ব্যর্থ হলেও আরেক ওপেনার মেহেদি মারুফ ও দক্ষিণ আফ্রিকার রিলি রোসৌ দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। তখনও ম্যাচের ৮ ওভার বাকী ছিলো। মারুফ ৩৯ বলে ৩৬ ও রোসৌ ২৮ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি।

সংক্ষিপ্ত স্কোর :


কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৬৩/১০, ১৬.২ ওভার (আফ্রিদি ২৫, লুইস ৮, মাশরাফি ৪/১১)।
রংপুর রাইডার্স : ৬৭/১, ১২ ওভার (মারুফ ৩৬*, রোসৌ২০*, রনি ১/১১)।
ফল : রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স)।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকার কাছে পাত্তাই পেলো না খুলনা

ঢাকার কাছে পাত্তাই পেলো না খুলনা

ব্যাটিং তাণ্ডব দেখালো ঢাকা ডায়নামাইটস

ব্যাটিং তাণ্ডব দেখালো ঢাকা ডায়নামাইটস

ওয়ানডে থেকে বুমরাকে ছেঁটে ফেললো ভারত

ওয়ানডে থেকে বুমরাকে ছেঁটে ফেললো ভারত

যে কারণে টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ

যে কারণে টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ