টস হেরে খুশি সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯
টস হেরে খুশি সাকিব

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের বিপক্ষে টসে হারেন সাকিবের ঢাকা ডায়নামাইট। কিন্তু টসে হেরেও সাকিব জানালেন তিনি খুশি।

ঢাকা ডায়নামাইটের অধিনায়ক সাকিব বলেন, আমি হ্যাপি। তবে আমি নিশ্চিত না, টসে হেরে কি করা দরকার। তবে শেষ খেলায় আমরা প্রথমে ব্যাটিং করে ভালো করেছিলাম। আমাদের জয়ের জন্য ভিন্নভাবে খেলতে হবে। আমরা জানি এটি একটি লম্বা টুর্নামেন্ট। আজকের ম্যাচে আমাদের দলে কোন পরিবর্তন নেই।

টসে হেরে সাকিবের খুশি হওয়ার কারণ একদম পরিষ্কার। কারণ নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে হয় ঢাকাকে। আগে ব্যাটিংয়ে নেমে ঢাকা পাঁচ উইকেট হারিয়ে ১৮৯ স্কোর করে। পরে সেই ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটস বড় ব্যবধানের জয়ও পায়।

এদিকে, টসে জিতে মাহমুদুল্লাহর রিয়াদ বলেন, আমাদের দলের খেলোয়াড়দের ভালো এনার্জি আছে। জয়ের জন্য আমাদের দরকার ভালো খেলা এবং কঠোর পরিশ্রম করা।

ঢাকার কোন পরির্বতন না থাকলেও খুলনা টাইটানস নিজেদের একাদশে পরিবর্তন এনেছে কেবল ১টি। ক্যারিবীয়ান টি-টোয়েন্টি দলের অধিনায়ক কার্লস ব্রাথওয়েটের বদলে তারা একাদশে নিয়েছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসেকে। দলের বাকি তিন বিদেশী খেলোয়াড় হলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, আফগান লেগস্পিনার জহির খান এবং যুক্তরাষ্ট্রের আলি খান।

 ঢাকা ডায়নামাইটস একাদশ: হযরতউল্লাহ জাজাই, সুনিল নারিন, কিরন পোলার্ড, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন এবং মোহর শেখ অন্তর।

খুলনা টাইটানস একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, জহুরুল ইসলাম, শরীফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড উইসে, জহির খান এবং আলি খান।



শেয়ার করুন :


আরও পড়ুন

টস ভাগ্যে মাহমুদুল্লাহর কাছে সাকিবের হার

টস ভাগ্যে মাহমুদুল্লাহর কাছে সাকিবের হার

বিপিএলের তৃতীয় দিনে মুখোমুখি ঢাকা-খুলনা ও রংপুর-কুমিল্লা

বিপিএলের তৃতীয় দিনে মুখোমুখি ঢাকা-খুলনা ও রংপুর-কুমিল্লা

রংপুরের হয়ে মাঠে নামবেন ব্যাটিং দানব গেইল

রংপুরের হয়ে মাঠে নামবেন ব্যাটিং দানব গেইল

তামিমকেও ছাড় দেননি স্মিথ!

তামিমকেও ছাড় দেননি স্মিথ!