ব্যাটিং দানব ও টি-২০ ক্রিকেটে ছক্কা হাঁকিয়ে বিনোদন দেয়া ক্রিস গেইল বিপিএলের চলতি ষষ্ঠ রাউন্ডে রংপুর রাইডার্সের হয়ে খেলতে ঢাকা এসেছেন আসরের শুরুর দিন। কিন্তু তার দল খেললেও তাকে মাঠে দেখা যায়নি। কারণটা ছিল তার দেশ থেকে এনওসি তথা অনুমত্রিপত্র সময় মতো না আসা।
মঙ্গলবার (৮ জানুয়ারি) মাঠে নামছে মাশরাফির নেতৃত্বাধীন তার দল রংপুর রাইডার্স। তবে এর মধ্যে গেইল পেয়ে গেছেন এনওসি। অর্থাৎ আজ (মঙ্গলবার) রংপুরের তৃতীয় ম্যাচে ক্রিস গেইলের খেলতে কোনো অসুবিধা নেই।
রংপুর রাইডার্স ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে, যেখানে একটি পারাজয় ও একটি জয় রয়েছে। এমন সময় তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। ফলে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না রংপুর।
এদিকে এমন ম্যাচে গেইল যে খেলছেন তা রংপুর রাইডার্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, গেইলের অনুমতিপত্র চলে এসেছে, ফলে তার এখন আর খেলতে কোনো সমস্যা নেই।
বিপিএলের ষষ্ঠ আসরে রংপুরের হয়ে খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। তবে টি-২০ ক্রিকেটের এ ব্যাটিং দানবকে এখনই পাচ্ছে না রংপুর। আগামী ১৫ জানুয়ারি থেকে সিলেটে শুরু হতে যাওয়া বিপিএলের দ্বিতীয় পর্বের খেলায় অংশ নেবেন ভিলিয়ার্স।