বিপিএলের তৃতীয় দিনে মুখোমুখি ঢাকা-খুলনা ও রংপুর-কুমিল্লা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২২ পিএম, ০৭ জানুয়ারি ২০১৯
বিপিএলের তৃতীয় দিনে মুখোমুখি ঢাকা-খুলনা ও রংপুর-কুমিল্লা

প্রথম দু’দিন চার ম্যাচের পর একদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ম্যাচ। মঙ্গলবার (৮ জানুয়ারি) রয়েছে দু’টি ম্যাচ।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইট ও খুলনা টাইটান্স। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ লড়াই শুরু হবে বিকেল পাঁচটা ২০ মিনিটে। দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টে ইতোমধ্যে একটি করে ম্যাচ খেলেছে ঢাকা ডায়নামাইট ও খুলনা টাইটান্স। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা মুখোমুখি হয়েছিল রাজশাহী কিংসের। ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৫ উইকেটে ১৮৯ রান করেছিল ঢাকা। এরপর রাজশাহীকে ১০৬ রানে গুটিয়ে দিয়ে ৮৩ রানে ম্যাচ জিতে ঢাকা।

ঢাকা জয় দিয়ে শুরু করতে পারলেও হার দিয়ে টুর্নামেন্টে যাত্রা করে খুলনা। ৮ রানে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কাছে হারে খুলনা। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৬৯ রান করে রংপুর। তবে ৫ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি খুলনা।

>> বিপিএলের সব খেলা লাইভ দেখুন এখানে

এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের শুরুটা ভালো হয়নি। চট্টগ্রাম ভাইকিংসের কাছে ৩ উইকেটে ম্যাচ হারে রংপুর। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ায় মাশরাফির দল। খুলনা টাইটান্সকে ৮ রানে হারিয়ে দেয় রংপুর।

চিটাগংয়ের বিপক্ষে মাত্র ৯৮ রানে অলআউট হয় রংপুর। শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটি হারতে হয় তাদের। তবে দলের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠে রংপুরের ব্যাটসম্যানরা। খুলনার বিপক্ষে লড়াকু সংগ্রহই পায় এবং ঐ পুঁজি দিয়ে ম্যাচও জিতে রংপুর।

টুর্নামেন্টে শুভ সূচনা করতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারায় কুমিল্লা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৭ রান করে সিলেট। জবাবে ৬ উইকেটে ১৩০ রান তুলে ম্যাচ জিতে কুমিল্লা।



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় ম্যাচে জয় পেল মাশরাফির রংপুর

দ্বিতীয় ম্যাচে জয় পেল মাশরাফির রংপুর

সিলেটকে হারিয়ে বিপিএলে কুমিল্লার শুভ সূচনা

সিলেটকে হারিয়ে বিপিএলে কুমিল্লার শুভ সূচনা

মিরাজের রাজশাহীকে বড় ব্যবধানে হারালো সাকিবের ঢাকা

মিরাজের রাজশাহীকে বড় ব্যবধানে হারালো সাকিবের ঢাকা

চিটাগংয়ের কাছে ধরা খেল মাশরাফির রংপুর

চিটাগংয়ের কাছে ধরা খেল মাশরাফির রংপুর