বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে শনিবার সাকিবের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় মিরাজের রাজশাহী কিংস। তবে বিপিএলে আধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে মিরাজের একটু যেন আক্ষেপ থেকেই গেল।
ঢাকার কাছে মিরাজের রাজশাহী ৮৩ রানের বড় ব্যবধানে হারে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সংবাদ সম্মেলনে মিরাজে স্বরে একটু আপেক্ষ প্রকাশিত হয়। ‘টি-টোয়েন্টি সংস্করণে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষ করে যখন সব বোলার মার খায়, কোনো বোলার কখনো ঘুরে দাঁড়াতে পারে না এটা অনেক পরিস্থিতি। প্রথম ১০-১২ ওভার ওরা অনেক আধিপত্য দেখিয়েছে। পরে ৪-৫ ওভার আমরা ঘুরে দাঁড়িয়েছে। শেষ দিকে আবার ওরা দাপট দেখিয়েছে। কিছু কিছু পরিস্থিতি আছে, যখন বোলাররা ভালো করতে পারে না, প্রতিপক্ষ ব্যাটসম্যান বেশি ভালো ব্যাটিং করে, তখন কঠিন হয়ে যায় অধিনায়কত্ব করা।’
তবে এখান থেকে শেখতে চান মিরাজ এমনটাও জানিয়েছেন। ‘প্রথমবারের মতো এত বড় মঞ্চে অধিনায়কত্ব করছি। অনেক কিছু শিখতে পেরেছি এ ম্যাচ থেকে। আমার ঘাটতি কোথায়, সেটা আরও পরিষ্কার হয়েছে। বয়সভিত্তিক ক্রিকেট শেষ করার তিন বছর পর আবার অধিনায়কত্ব করছি। অনেক দিন পর অধিনায়কত্ব নিয়ে ভাবতে হচ্ছে। যে ঘাটতিগুলো ছিল, কোথায় কোথায় উন্নতি করা যায়, কোচ, সতীর্থদের সঙ্গে আলোচনা করব। শেখার কোনো শেষ নেই। এটা আমার জন্য বড় প্ল্যাটফর্ম। এখান থেকে নিজেকে কতটা এগিয়ে নিতে পারি, কতটা পরিণত করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।’
টুর্নামেন্টের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের রাজশাহীকে ৮৩ রানের বড় ব্যবধানে হারায় সাকিব আল হাসানের ঢাকা। সাকিবের ঢাকা ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তুলে।
জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজশাহী। ফলে ম্যাচ হারের স্বাদ তাদেরই নিতে হয়। ১০ বল বাকি থাকতে শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয় রাজশাহী।