বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিন রোববার (৬ জানুয়ারি) দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স এবং দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে।
ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি খেলাই অনুষ্ঠিত হবে যথাক্রমে দুপুর সাড়ে ১২টায় এবং বিকেল পাঁচটা ২০ মিনিটে। এর আগে শনিবার বিপিএলের উদ্বোধনী দিনেও একই টাইমে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের সাথে কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইমরুল কায়েস। বলেন, ‘শুরুটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিপক্ষ দলে কে আছে সেটা টিম মিটিংয়ে প্ল্যান করা হবে। ঘরোয়াভাবে যারা খেলি সবাই নিজেদের চিনি। বিদেশি যারা আছেন তাদের খেলা কম-বেশি দেখি আমরা। কোচ ক্যাপ্টেন মিলে প্ল্যান করব।’
দল নিয়ে ইমরুল বলেন, ‘সব মিলিয়ে এ বছর আমাদের দল নিয়ে আমি বিশেষভাবে খুশি। কারণ প্রত্যেকটা জায়গায় ভালো খেলোয়াড় আছে। বিদেশি সবাই চলে এসেছে। সবাই মিলে আমরা অনুশীলন করলাম। আমার কাছে এ বছরের দলটি খুবই ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে।’
বল টেম্পারিংয়ের দায়ে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এবার কুমিল্লার হয়ে খেলবেন । দলের সাথে অসি সাবেক অধিনায়ক যোগ দিয়েছেন। স্মিথের ব্যাপারেও কথা বলেছেন ইমরুল।
তিনি বলেন, ‘ও (স্টিভেন স্মিথ) শুক্রবার এসেছে। কিন্তু আমাদের সাথে যেভাবে মিশছে তাতে মনে হচ্ছে, অনেক আগে থেকে পরিচয় আছে। যে রকম ব্যবহার দেখাচ্ছে মনে হয় না কোনো সমস্যা হবে। সে একজন পেশাদার ক্রিকেটার। আমার কাছে মনে হয় সব ভালোভাবে মানিয়ে নিতে পারবে। আমরা তাকে হেল্প করব যতটুকু করলে আমাদের টিমের জন্য ভালো হয়।’
স্মিথের সঙ্গে একইটিমে খেলবেন ভেবেছিলেন কি? -এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন, ‘না, আসলে অনেক খেলোয়াড়ের সাথেই তো খেলার অভিজ্ঞতা নেই, কিন্তু খেলা হয়ে যায়। ক্রিকেট ক্যারিয়ারে এটা হতেই পারে। শহিদ আফ্রিদির সঙ্গেও আগে কখনও খেলিনি কিন্তু এবার খেলব, ক্রিকেটে এমন হতেই পারে।’
বিপিএলের উদ্বোধনী দিনের অনুষ্ঠিত দুই ম্যাচের প্রথমটিতে মাশরাফির চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়েছে মুশফিকের চিটাগং ভাইকিংস। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজের রাজশাহীকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।