বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এবারের আসরে সিলেট সিক্সার্সে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এবারই তার প্রথম বিপিএল। প্রথম বিপিএলেই সিলেটের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সে।
আজ বৃহস্পতিবার সিলেট সিক্সার্সে সতীর্থদের সঙ্গে প্রথম দিনের অনুশীলনও সেরেছেন ওয়ার্নার। তবে সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন সে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ডেভিড ওর্নারকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান শাহেদ মুহিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের পেস বোলিং কোচ পাকিস্তানের ওয়াকার ইউনূস এবং দলের ব্যবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
সংবাদ মাধ্যমকে ওয়ার্নার বলেন, ‘দেশী-বিদেশী এক দল তরুণ ক্রিকেটার দল আছে। দলের অনেকেই এ ফর্মেটে বেশ অভিজ্ঞ, যারা বিশ্বের সর্বত্র ফ্র্যাঞ্চাইজি লীগ খেলে অভ্যস্ত। আমার ব্যক্তিগত একটা লক্ষ্য আছে, টুর্নামেন্টে নিজের প্রথম আসরকে স্মরণীয় করে রাখতে চাই। তাই শিরোপা জয়ই আমাদের লক্ষ্য।’
এর আগে, বুধবার দিবাগত রাতে ঢাকায় পা রাখেন বাঁহাতি মারকুটে এ ওপেনার। ডেভিড ওয়ার্নার ছাড়াও সিলেট সিক্সার্সের হয়ে খেলতে পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভীর ও নেপালের তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানেও বুধবার রাতে ঢাকায় এসে পৌঁছান।
আগামী ৬ জানুয়ারি আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে সিলেট সিক্সার্স। দিনের প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।