এবারও বিপিএলের খেলা দেখাবে জিটিভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ এএম, ২৯ ডিসেম্বর ২০১৮
এবারও বিপিএলের খেলা দেখাবে জিটিভি

দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের পঞ্চম দিন অর্থাৎ ৫ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসরের। গতবারের মতো এবারের আসরেও অংশ নিচ্ছে সাতটি দল। আর এবারের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে গাজী টিভি (জিটিভি)।

গাজী টিভি কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিবিএলের সম্প্রচার স্বত্ব পাওয়ার বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে। এছাড়া এবারের আসরে জিটিভির পাশাপাশি খেলাগুলো সরাসরি উপভোগ করা যাবে ইউটিউব ও অনলাইনেও।

সবশেষ আসরে সম্প্রচারের নিম্নমান নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার সতর্কতা হিসেবে সম্প্রচারের দায়িত্ব নিজেদের কাছেই রেখে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত গাজী টিভিকেই সম্প্রচারের দায়িত্ব দেয়া হলো।

জিটিভির পাশাপাশি খেলাগুলো সরাসরি উপভোগ করা যাবে অনলাইনেও। র‍্যাবিটহোলবিডি’র ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিপিএল-২০১৯ আসরের সবগুলো ম্যাচ দেখা যাবে র‍্যাবিটহোলের অ্যাপসেও।

মোট পাঁচ পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল আসর। ঢাকা পর্ব দিয়ে আসরের উদ্বোধনের পর সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও সবশেষে ফের ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে বিপিএলের ষষ্ঠ আসরের।

আসরের প্রতিটি ম্যাচ দিনে দুটি করে ম্যাচ আয়োজন করা হবে। শুক্রবার বাদ দিয়ে দিনের প্রথম খেলা দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে যেখানে রাতের খেলাটি মাঠে গড়াবে সন্ধ্যা ৫টা ২০ মিনিট থেকে। তাছাড়া ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম খেলা দুপুর ২টায় ও রাতের খেলা সন্ধ্যা ৭টায় আয়োজন করা হবে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার রহস্য জানালেন সাকিব

শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার রহস্য জানালেন সাকিব

বিপিএলে ফের স্মিথের খেলার সম্ভাবনা

বিপিএলে ফের স্মিথের খেলার সম্ভাবনা

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো

বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আশরাফুল

বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আশরাফুল