উইকেট নিয়ে কথা বলায় ‘অনুতপ্ত’ তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৫ ডিসেম্বর ২০১৭
উইকেট নিয়ে কথা বলায় ‘অনুতপ্ত’ তামিম

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এবং কিউরেটর নিয়ে সমালোচনা করায় ‌‘অনুতপ্ত’ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ও টাইগার ওপেনার তামিম ইকবাল

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনুষ্ঠিত শুনানিতে ভুল স্বীকার করে সমালোচনা জন্য ‘অনুতপ্ত’ প্রকাশ করেন তিনি। এর আগে বিসিবি তামিমকে শোকজ করেছিল।

এক ঘণ্টাও বেশি সময় ধরে চলা বিসিবির ডিসিপ্লিনারি কমিটির শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে হাসি মুখে তামিম জানান, সব ঠিক আছে। আমি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় শারজায় টি-টেন ক্রিকেট খেলতে যাচ্ছি।

শুনানিতে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন বলে জানান জাতীয় দলের এই ওপেনার। তিনি বলেন, বিষয়টি মেনে নিয়েছে, উইকেট নিয়ে এভাবে কথা না বললেও চলত। তবে তার ব্যাখ্যায় বিসিবিও স্বাভাবিকভাবে নিয়েছে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের গ্রুপর্বের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট সম্পর্কে সমালোচনা করেন তামিম। তামিমের ওই মন্তব্যকে শৃঙ্খলাবিরোধী কাজ বলে গণ্য করে বিসিবি। ফলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়ে বলে বিসিবি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

উইকেট নিয়ে সমালোচনা : তামিমকে শোকজ

উইকেট নিয়ে সমালোচনা : তামিমকে শোকজ

জরিমানার কবলে তামিম

জরিমানার কবলে তামিম

আবারও মাশরাফি, বিপিএল চ্যাম্পিয়ন রংপুর

আবারও মাশরাফি, বিপিএল চ্যাম্পিয়ন রংপুর

বিপিএলে চার-ছক্কা নতুন রেকর্ড

বিপিএলে চার-ছক্কা নতুন রেকর্ড