বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা নেমেছে গত মঙ্গলবার রাতে। এক বছরের জন্য নতুন চ্যাম্পিয়ন ট্রফি হাতে ওঠেছে রংপুর রাইডার্সের মাথায়। আর পাঁচবারের বিপিএলের চারবারই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে ট্রফি জয় করেছেন মাশরাফি বিন মর্তুজা।
টানা এক মাস বিপিএল টুর্নামেন্ট শেষে সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। সেখানে জায়গা হয়েছে বিপিএলে খেলা বাঘা বাঘা ক্রিকেটারদের। আর তাদের দলনেতা হিসেবে রাখা হয়েছে টাইগারদের ওয়ানডে নেতা ও বিপিএলের শিরোপা জয়ী ফ্রেঞ্চাইজির রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফিকে।
মাশরাফি নেতৃত্বে দলে জায়গা হয়েছে রংপুর রাইডার্সের ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল। তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন ঢাকা ডায়নামাইটসের স্বদেশী এভিন লুইস। তালিকায় তিন নম্বরে রয়েছেন রংপুরের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। পুরো বিপিএলে ধারাবাহিকতা বজায় রেখে ১৫ ম্যাচে তিনি করেছেন ৩২৯ রান। তাকে সেরা একাদশের উইকেটরক্ষকও করা হয়েছে।
সেরা একাদশে বাংলাদেশি খেলোযাড়দের মধ্যে মাশরাফি ছাড়াও জায়গা পেয়েছেন সেরা অলরাউন্ডা সাকিব আল হাসান, টেস্ট দলে সহ অধিনায়ক ও সদ্য শেষ হওয়া বিপিএলের খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সারা একাদশে ঠাঁই হয়নি তামিম, মুশফিক, ড্যারেন স্যামি, ড্যারেন ব্র্যাভোদের মত তারকাদের।
বিপিএল ২০১৭ এর ক্রিকইনফোর সেরা একাদশ
মাশরাফি (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মাহমুদুল্লাহ রিয়াদ, কার্লোস ব্রেথওয়েট, সাকিব আল হাসান, সুনীল নারাইন, হাসান আলী ও রশিদ খান।