বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০১৯ আসরে রাজশাহী কিংসের এয়ারলাইন পার্টনার হলো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে নভোএয়ার ও রাজশাহী কিংসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তিতে নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম ও রাজশাহী কিংসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও রাজশাহী কিংসের খেলোয়াড় মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিপিএলের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ৫ জানুয়ারি, শেষ হবে ৮ ফেব্রুয়ারি। এবার বিপিএলের খেলাগুলো অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে। গতবারের মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে গড়াবে বিপিএলের খেলা।
প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার ব্যতীত অন্যান্য দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে। শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৭টায়।
এবার উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। ওইদিন দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী কিংস। গতবার উদ্বোধনী ম্যাচ সিলেটে হলেও এবার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। গতবারের মতো এবারের বিপিএলে মোট সাতটি দল অংশ নেবে।