এক বছরের জন্য পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সোমবার ঢাকার মিরপুরে ফাইনালে ঢাকা ডাযনামাইডসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। তবে রংপুর প্রথমবারের চ্যাম্পিয়ন হলেও অধিনায়ক হিসেবে চতুর্থবারের মতো বিপিএলের ট্রফি অর্জন করেছেন মাশরাফি বিন মর্তুজা।
২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় মৌসুমে আত্মপ্রকাশের পর মালিকানা বদলেই রংপুরের ফ্র্যাঞ্চাইজিটির এ সাফল্য। শিরোপা জয়ের আনন্দ অনির্বচনীয়। তবে সেই আনন্দের সঙ্গে বিপুল অর্থযোগও হচ্ছে রংপুরের খেলোয়াড়দের। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রাইজমানি হিসেবে ২ কোটি টাকা পাচ্ছেন মাশরাফি বাহিনী।
ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই টাকার ঝনাঝনানি। দলের পেছনে মালিকপক্ষের বিনিয়োগও নেহাত কম নয়। সে তুলনায় লাভ কতটুকু, সে প্রশ্নটা থাকেই। তবে প্রাইজমানিটা রংপুরের ফ্র্যাঞ্চাইজির মুখে হাসি ফোটাচ্ছেই। শিরোপা জয়ের সন্তুষ্টিটা অন্য মাত্রারই। সেটি টাকার অংকে রূপান্তর করাটা বেশ কঠিনই বটে।
শিরোপা জয়ের আনন্দের সঙ্গে ২ কোটি টাকার প্রাইজমানি পাচ্ছেন তারা। ফলে চ্যাম্পিয়নের আনন্দকে আরও বাড়িয়ে দেবে সে কথা বলা অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, গতকাল সোমবার গেইল তার নিজের গড়া রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন। ৬৯ বলে অপরাজিত থেকে করেছেন ১৪৬ রান। তার এ রানে রয়েছে ১৮টি ছক্কার মার। যা টি-টোয়েন্টিতে নিজের গড়া এক ইনিংসে ১৭টি ছক্কার রেকর্ড ভেঙেছেন গেইল।