ক্রিকেট বিশ্বে এখন জনপ্রিয় ভার্সন টি-টোয়েন্টি। তাও যদি এখানে আরও চার-ছক্কার ঝড় থাকে তাহলে তো কথাই নেই। আর সেখানে ছক্কা মানব ক্রিস গেইলের নাম থাকবে না তাুক হয়। গেইল তো আছেনই, তাও আবার সাধারণভাবে নয়, তিনি যে টি-টোয়েন্টির ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ডের মালিক।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮টি ছক্কা মেরেছেন। রংপুর রাইডার্সের হয়ে এ ছক্কায় ঝড়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। অবশ্য নিজের রেকর্ড ভেঙ্গেই নয়া বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন গেইল।
এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ডটি ২০১৩ সালে করেছিলেন গেইল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭টি ছক্কা মেরেছিলেন তিনি। ঐ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমে ৬৬ বলে ১৩টি চার ও ১৭টি ছক্কায় অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল।
আজ মঙ্গলবার ছক্কায় রেকর্ড গড়া ইনিংসে শেষ পর্যন্ত ৬৯ বলে ১৪৬ রান করেন গেইল। ১৮টি ছক্কার পাশাপাশি ৫টি চারও মারেন তিনি। ৬৯ বলে বিধ্বংসী ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন ১৪৬ রানে।