বিপিএল ফাইনাল : মুখোমুখি মাশরাফি-সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭
বিপিএল ফাইনাল : মুখোমুখি মাশরাফি-সাকিব

পর্দা নামছে বিপিএল-২০১৭ আসরের। সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে সাকিবের ঢাকা ডায়নামাইটস ও মাশরাফির রংপুর রাইডার্স। আজকের আসরেই নির্ধারীত হবে পরবর্তী এক বছরের জন্য কার হাতে উঠছে বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি।

কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। সে ভিক্টোরিয়ানসকেই হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফির রংপুর রাইডার্স

সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্তুজার রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের এ ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।

চতুর্থ শিরোপার অপেক্ষায় রয়েছে রাজধানীর দলটি। অপরদিকে প্রথমবারের মতো ফাইনাল খেলা রংপুর রাইডার্সও মুখিয়ে আছে বিপিএলে নিজেদের শিরোপা জিততে। মজার সমিকরণ হলো- এটা কি মাশরাফীর চতুর্থ শিরোপা হবে নাকি সাকিবের দ্বিতীয়। এর আগে মাশরাফীর নেতৃত্ব ঢাকা দুই বার ও কুমিল্লা একবার বিপিএল শিরোপা ঘরে তুলেছিল। আর সাকিবের নেতৃত্বে গতবছর শিরোপা ঘরে তুলে ঢাকা।

গতকাল চলমান আসেরর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসেক ৩৬ রানে হারায় রংপুর। এর আগে প্রথম কোয়ালিফায়ারেও ঢাকার কাছে ৯৫ রানের বড় ব্যবধানে হারে বিপিএল ২০১৫ চ্যাম্পিয়নরা। এতে শেষ হয়ে যায় তাদের শিরোপার লড়াই। আসরের তৃতীয় দল হিসেবে থাকছে তামিমের নেতৃত্বাধীন দলটি।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর সিলেটের মাটিতে শুরু হয়েছিল বিপিএলের পঞ্চম আসর। এর পর ঢাকা, চট্টগ্রাম হয়ে আবারও শুরু হয় ঢাকার দ্বিতীয় ও শেষ পর্ব। আজ (১২ ডিসেম্বর, মঙ্গলবার) আসরের পর্দা নামছে। তবে বৃষ্টি বা অন্য কারণে আজকে খেলা স্থগিত হলে আগামীকাল বুুধবার রিজার্ভ ডে রাখা রয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সমীকরণকে ‌‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে ফাইনালে মাশরাফি

সমীকরণকে ‌‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে ফাইনালে মাশরাফি

বিপিএলে চার-ছক্কা নতুন রেকর্ড

বিপিএলে চার-ছক্কা নতুন রেকর্ড

উইকেট নিয়ে সমালোচনা : তামিমকে শোকজ

উইকেট নিয়ে সমালোচনা : তামিমকে শোকজ

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহে কোহলিরা

জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহে কোহলিরা