সেই বৃষ্টিই বাধা হয়ে দাঁড়ালো রংপুর ও কুমিল্লার মধ্যকার কোয়ালিফায়ার-২ ম্যাচে। ফলে আজকের মত খেলা স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার সন্ধ্যায় শুরু হবে খেলার বাকি অংশ।
সোমবার সন্ধ্যা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে মাশরাফির রংপুর রাইডার্স। ৭ ওভারে ৫৫ রান তোলার পরই বৃষ্টি নামে। এরপর খেলা বন্ধ হয়ে যায়। রাত ৯টার দিকে বৃষ্টি বন্ধ হওয়ার পর মাঠ প্রস্তুত করার চেষ্টা করা হলেও সময়মত খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। ফলে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।
বিসিবির অন্যতম পরিচালক জালাল জানিয়েছেন, আজ (রোববার) যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৬টায় আবারও শুরু করা হবে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকেও এ ঘোষণা নিশ্চিত করা হয়েছে। ফলে ১২ ডিসেম্বর বিপিএলের ফাইনালে ঢাকা প্রতিপক্ষ কে হচ্ছে তার জন্য আগামীকাল সোমবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ওই ম্যাচে বিজয়ী দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আর হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ইতোমধ্যে প্রথম কোয়ালিফাইয়ার জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
প্রথম কোয়ালিফাইয়ারে ঢাকার কাছে ৯৫ রানে হেরে যাওয়ায় দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলতে হচ্ছে কুমিল্লাকে। আর টুর্নামেন্টের একমাত্র এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে রংপুর।