লিগ পর্ব শেষ, এখন শুরু এলিমিনেট পর্ব। হারলেই শেষ, তবে প্রথম দুই দলের মধ্যে হেরে যাওয়া দলে জন্য থাকবে আরও একটা সুযোগ। এমনি সমীকরণ নিয়ে আজ (শুক্রবার) মাঠে মুখোমুখি হবে লিগ পর্বে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থস্থানে থাকা খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।
আজ শুক্রবার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় এবং সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষে দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস।
বিপিএলে ১২ খেলায় ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্বের খেলা শেষ করেছে তামিম ইকবালের কুমিল্লা। আর ১২ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থান পায় সাকিব আল হাসানের ঢাকা। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দলকে নিয়ে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফাইয়ার।
প্রথম কোয়ালিফাইয়ারের ম্যাচের বিজয়ী দল টিকিট পাবে ফাইনালের। তবে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে না। হেরে যাওয়া দলটি চলে যাবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে। সেখানে এলিমিনেটরের বিজয়ী দলের বিপক্ষে লড়বে তারা। শীর্ষে দুইয়ে থাকার কারণে এই সুবিধা পাচ্ছে কুমিল্লা ও ঢাকা।
তবে এলিমিনেটরের খুলনা ও রংপুরের জন্য নক আউটের ম্যাচ। এ ম্যাচে হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। জয় পাওয়া অন্য দলটি টিকিট পাবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের ম্যাচ খেলার জন্য।
লিগ পর্বে দু’বার একে অপরের মুখোমুখি হয়েছে কুমিল্লা ও ঢাকা। দু’বারই জয় পায় কুমিল্লা। গত ২০ নভেম্বর ঢাকায় স্বাগতিকদের ৪ উইকেটে হারায় কুমিল্লা। এরপর গত ২৯ নভেম্বর চট্টগ্রামের মাটিতে ঢাকাকে ১২ রানে হারায় কুমিল্লা। তাই প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লার বিপক্ষে প্রতিশোধ নেয়ার মিশনও রয়েছে ঢাকার।
অন্যদিকে লিগ পর্বে খুলনা-রংপুরও দু’বার মুখোমুখি হয়েছে। ২৪ নভেম্বর চট্টগ্রামে এবারের আসরে প্রথম দেখায় জয় পায় খুলনা। ৯ রানে ওই ম্যাচটি জিতে নেয় খুলনা। তবে ঢাকায় ৩ ডিসেম্বর খুলনাকে ১৯ রানের ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নেয় রংপুর। তাই দু’দলের মুখোমুখি দেখায় হার-জিত সমান থাকলেও এলিমিনেটরে জয় ছাড়া অন্যকিছুই ভাবছে না খুলনা ও রংপুর। কারণ, হারলেই বিদায়।
এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ারের পর আগামী ১০ ডিসেম্বর সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১২ ডিসেম্বর। এছাড়া ফাইনালের জন্য পরের দিন রিজার্ভ ডে’ও রয়েছে।