১ কোটি ৬০ লাখ টাকায় কুমিল্লায় শহীদ আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৮
১ কোটি ৬০ লাখ টাকায় কুমিল্লায় শহীদ আফ্রিদি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হবে আগামী জানুয়ারিতে। এর আগে আজ (রোববার) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হলো খেলোয়াড়দের ড্রাফট অন।

বিপিএলের ষষ্ঠ আসরের খেলোয়াড় ড্রাফটের বিদেশি ক্যাটাগরির মধ্যে প্রথম রাউন্ডে ২ জন করে খেলোয়াড় দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের মধ্যে পাকিস্তানের শহীদ আফ্রিদিকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন শহিদ আফ্রিদি। ২ লাখ ডলারে (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) আফ্রিদিকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শহীদ আফ্রিদি ছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছেন এভিন লুইস ও ইমরান তাহির। তাদের মধ্যে শহীদ আফ্রিদিকে কিনে নিয়েছে কুমিল্লা। আফ্রিদিকে ছাড়াও কুমিল্লা দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালেনকে দরে নিয়েছে সিলেট সিক্সার্স। দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্টকে দলে নিয়েছে চিটাগাং ভাইকিংস।

প্রথম রাউন্ড শেষে বিদেশি খেলোয়াড়দের ঠিকানা-

সিলেট সিক্সার্স
ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)

রাজশাহী কিংস
ইসুরু উদানা (শ্রীলঙ্কা), লরি এভান্স (ইংল্যান্ড)

খুলনা টাইটান্স
জাহির খান (আফগানিস্তান), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)

ঢাকা ডায়নামাইটস
অণ্ড্রু বিচ (দক্ষিণ আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড)

রংপুর রাইডার্স
রবি বোপারা (ইংল্যান্ড), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-
শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)

চিটাগাং ভাইকিংস
ক্যামেরুন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা)।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে নেয়া হয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :