বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আশরাফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৮
বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হবে আগামী জানুয়ারিতে। এর আগে আজ (রোববার) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হলো খেলোয়াড়দের ড্রাফট অন।

এদিকে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস। নিষেধাজ্ঞার পর এবারই প্রথম বারের মতো বিপিএলে খেলবেন মোহাম্মদ আশরাফুল।

গত ১৩ আগস্ট আশরাফুলের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এরপর থেকেই জাতীয় দলে ‍ফিরতে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন আশরাফুল।

দীর্ঘদিন পর বিপিএলে ফিরে ‘বি’ ক্যাটাগরিতে ঠাই হয়েছে আশরাফুলের। যেখানে তার ভিত্তিমূল্য নির্ধারিত করা হয়েছে ১৮ লাখ টাকা।

ড্রাফটের নিয়ম অনুযায়ী এ ১৮ লাখ টাকা মূল্যেই দেশি ক্রিকেটার পর্বের রাউন্ড টু তে আশরাফুলকে দলে ভিড়িয়েছে বিপিএলের ফ্র‍্যাঞ্চাইজি চট্টগ্রাম ভাইকিংস। ফ্র‍্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আশরাফুলের নাম ঘোষণা করা হলে পুরো হল রুমের সবাই হাততালি দেন।

এর আগে নানা নাটকীয়তার পর চিটাগং ভাইকিংস আইকন খেলোয়াড় হিসেবে দলে নিয়েছেন বাংলাদেশে ক্রিকেটের আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমকে। অর্থাৎ বিপিএলের আগামী আসরে একই দলে দেখা যাবে এই দুই সাবেক অধিনায়ককে।

অন্যদিকে বিপিএলের ষষ্ঠ আসরে সৌম্য সরকার, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেনের জায়গা হয়েছে নতুন ঠিকানা। সৌম্য সরকারের নতুন ঠিকানা রাজশাহী কিংসে। তিনি গত আসরে ছিলেন চিটাগাং ভাইকিংসের।

এছাড়া রুবেল হোসেনের নতুন ঠিকানা ঢাকা ডায়নামাইটস এবং মোসাদ্দেক হোসেনের নতুন ঠিকানা হয়েছে চিটাগং ভাইকিংসে। মোসাদ্দেক হোসেন সৈকত গত আসরে ছিলেন ঢাকা ডায়নামাইটসের।

খেলোয়াড় ড্রাফটের আগেই মোট সাত দল বেশ কিছু খেলোয়াড় ধরে রেখেছে।

সাত দলের ধরে রাখা খেলোয়াড় তালিকা হলো-

ঢাকা ডায়নামাইটস
সাকিব আল হাসান (আইকন), সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল ও কাইরন পোলার্ড। কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, শোয়েব মালিক ও মোহাম্মদ সাইফউদ্দিন।

চিটাগাং ভাইকিংস
মুশফিকুর রহিম (আইকন), সিকান্দার রাজা, লুক রঞ্চি, নাজিবউল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রাইলিঙ্ক।

সিলেট সিক্সার্স
লিটন দাস (আইকন), সাব্বির রহমান, নাসির হোসেন ও সোহেল তানভীর।

রংপুর রাইডার্স
মাশরাফি বিন মুর্তজা (আইকন), ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন।

খুলনা টাইটান্স
মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রেথওয়েট ও আরিফুল হক।

রাজশাহী কিংস
মোস্তাফিজুর রহমান (আইকন), মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান ও মুমিনুল হক।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে মুশফিককে নিয়ে নাটকীয়তা

বিপিএলে মুশফিককে নিয়ে নাটকীয়তা

সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ওয়ার্নার

সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ওয়ার্নার

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে এন্ডারসন ও ফিলিপস

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে এন্ডারসন ও ফিলিপস

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি