রংপুরকে হারিয়ে দ্বিতীয় ঢাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭
রংপুরকে হারিয়ে দ্বিতীয় ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থান নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের ৪১তম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়েছে ঢাকা। এ জয়ে মোট ১২ ম্যাচে ৭ জয় নিয়ে ১৫ পয়েন্টে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে কোয়ালিফাইয়ার-১ খেলবে ঢাকা। সেখানে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

লিগ পর্বের সবগুলো ম্যাচ শেষ হবার আগেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত করে রেখেছে কুমিল্লা। এখন এলিমিনেটরের ম্যাচ খেলবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিগ পর্বে নিজেদের শেষ ও ১২তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলকে ছাড়াই খেলতে নামে রংপুর।

খেলার শুরু থেকেই ঢাকার ব্যাটসম্যানদের চেপে ধরেন রংপুরের বোলাররা। ৪৮ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ঢাকা। সুনীল নারাইন ৪, এভিন লুইস ১৪, জো ডেনলি ৯, জহিরুল ইসলাম ৫ ও মোসাদ্দেক হোসেন ১০ রান করে ফিরেন।

এরপর নিয়মিত উইকেট হারানোর ধারাটা বন্ধ করে দেন সাকিব ও মেহেদি মারুফ। ষষ্ঠ উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোর এনে দেয়ার পথ তৈরি করেন তারা। ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩৩ রান করে মেহেদি ফিরে গেলেও উইকেটে থেকে যান সাকিব।

৮ নম্বরে নেমে সাকিবকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। নামের পাশে ৬ রান রেখে থামেন তিনি। এ সময় সাকিবই ছিল ঢাকার একমাত্র ভরসা। আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ২টি করে চার ও ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৪৭ রান করেন সাকিব।২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় ঢাকা। রংপুরের পক্ষে ২টি করে উইকেট নেন রুবেল হোসেন ও এবাদত হোসেন।

জয়ের জন্য ১৩৮ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুরও। এতে ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায় রংপুরের। দলের পক্ষে দু’অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ জনসন চালর্স ২৬, ইংল্যান্ডের রবি বোপারা অপরাজিত ২৮ ও নাহিদুল ইসলাম ১৩ রান করেন।

বোপারার অপরাজিত ইনিংসের কারণে শেষ পর্যন্ত অলআউট হয়নি রংপুর। নয়তো ৯ দশমিক ১ ওভারে ৩৯ রানে ৫ উইকেট হারানোর পরও পুরো ওভার খেলে ৭ উইকেটে ৯৪ রান করতে পারে রংপুর। ঢাকার পক্ষে সাকিব ও আবু হায়দার ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ডায়নামাইটস : ১৩৭/৭, ২০ ওভার (সাকিব ৪৭*, মেহেদি ৩৩, রুবেল ২/৩২)।
রংপুর রাইডার্স : ৯৪/৭, ২০ ওভার (রবি ২৮*, চালর্স ২৬, সাকিব ২/১৩)।
ফল : ঢাকা ডায়নামাইটস ৪৩ রানে জয়ী।
ম্যাচ সেরা : সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস)।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতগামী লঙ্কান দলকে মন্ত্রীর বাধা

ভারতগামী লঙ্কান দলকে মন্ত্রীর বাধা

উইকেট নিয়ে সমালোচনা : তামিমকে শোকজ

উইকেট নিয়ে সমালোচনা : তামিমকে শোকজ

জয়ে বিপিএল শেষ করলো চিটাগং

জয়ে বিপিএল শেষ করলো চিটাগং

শরীফুল্লাহর অধিকাংশ বলই সন্দেহজনক

শরীফুল্লাহর অধিকাংশ বলই সন্দেহজনক