বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হবে আগামী জানুয়ারিতে। এর আগে আজ (রোববার) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হলো খেলোয়াড়দের ড্রাফট অন।
শুরুতে বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার শোকে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন।
এদিকে বিপিএলের ষষ্ঠ আসরে সৌম্য সরকার, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেনের জায়গা হয়েছে নতুন ঠিকানা। সৌম্য সরকারের নতুন ঠিকানা রাজশাহী কিংস, রুবেল হোসেনের নতুন ঠিকানা ঢাকা ডায়নামাইটস এবং মোসাদ্দেক হোসেনের নতুন ঠিকানা হয়েছে চিটাগং ভাইকিংসে।
মোসাদ্দেক হোসেন সৈকত গত আসরে ছিলেন ঢাকা ডায়নামাইটসে। সৌম্য গত আসরে আইকন হিসেবে খেলেছেন চিটাগাং ভাইকিংসের।
প্রথম রাউন্ডে খেলোয়াড়দের ঠিকানা
১। জহুরুল ইসলাম- খুলনা টাইটান্স।
২। সৌম্য সরকার-রাজশাহী কিংস।
৩। মোসাদ্দেক হোসেন- চিটাগং ভাইকিংস।
৪। রুবেল হোসেন- ঢাকা ডায়নামাইটস।
৫। আবু হায়দার রনি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৬। আফিফ হোসেন- সিলেট সিক্সার্স।
৭। শফিউল ইসলাম- রংপুর রাইডার্স।
৭ দলের ধরে রাখা খেলোয়াড় তালিকা
ঢাকা ডায়নামাইটস
সাকিব আল হাসান (আইকন), সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল ও কাইরন পোলার্ড। কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, শোয়েব মালিক ও মোহাম্মদ সাইফউদ্দিন।
চিটাগাং ভাইকিংস
মুশফিকুর রহিম (আইকন), সিকান্দার রাজা, লুক রঞ্চি, নাজিবউল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রাইলিঙ্ক।
সিলেট সিক্সার্স
লিটন দাস (আইকন), সাব্বির রহমান, নাসির হোসেন ও সোহেল তানভীর।
রংপুর রাইডার্স
মাশরাফি বিন মুর্তজা (আইকন), ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন।
খুলনা টাইটান্স
মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রেথওয়েট ও আরিফুল হক।
রাজশাহী কিংস
মোস্তাফিজুর রহমান (আইকন), মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান ও মুমিনুল হক।