উইকেট নিয়ে সমালোচনা : তামিমকে শোকজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭
উইকেট নিয়ে সমালোচনা : তামিমকে শোকজ

মিরপুরের হোম অব ক্রিকেটের মাঠ নিয়ে সমালোচনার করায় তামিম ইকবালকে শোকজ করা হয়েছে। বাংলাদেশের টেস্ট সহ-অধিনায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ককে শুনানিতে ডেকে চিঠি পাঠিয়েছে বিসিবি।

জানা গেছে, দলের একজন সিনিয়র ক্রিকেটার ও চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে তামিমের মন্তব্যে বোর্ডের আপত্তির কথা বলা হয়েছে চিঠিতে।

বিপিএলে চলমান আসরে ঢাকায় তেমন রান তুলতে পারছিলেন না ব্যাটসম্যানরা। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলেন তামিম ও মাশরাফি মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেন। তারা বলেন, মিরপুরের মাঠ বিপিএল খেলার উপযোগী নয়। উইকেট ভীষণ মন্থর, ছিল অসমান বাউন্স।

মাশরাফি বলেন, ‘টি-টোয়েন্টিতে এই ধরনের উইকেট গ্রহণযোগ্য নয়।’ তামিম ইকবাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইকেটকে বলেছিলেন, ‘হরিবল’। পরে সংবাদ সম্মেলনে বলেছেন টি-টোয়েন্টির জন্য জঘন্য উইকেট এটি।

তামিমের এমন মন্তব্য নিয়ে অখুশি বোর্ড। ফলে তামিমকে চিঠি পাঠানো হয়েছে কথা বলার জন্য। তবে মাশরাফিকে কোন চিঠি পাঠানো হয়নি।

এদিকে আজ (মঙ্গলবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দীন আহমেদও উইকেট নিয়ে কথা বললেন। নিলেন তামিমের পক্ষও। তিনি বলেন, ‘তামিম যা বলেছে ঠিকই বলেছে এবং একদম সঠিক কথা বলেছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

কোচ হতে ঢাকা আসছেন রিচার্ড পাইবাস

কোচ হতে ঢাকা আসছেন রিচার্ড পাইবাস

কে থাকবে বিপিএলের শীর্ষ দু’য়ে

কে থাকবে বিপিএলের শীর্ষ দু’য়ে

বিপিএলের শেষ চার দল চূড়ান্ত

বিপিএলের শেষ চার দল চূড়ান্ত

শরীফুল্লাহর অধিকাংশ বলই সন্দেহজনক

শরীফুল্লাহর অধিকাংশ বলই সন্দেহজনক