শরীফুল্লাহর অধিকাংশ বলই সন্দেহজনক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭
শরীফুল্লাহর অধিকাংশ বলই সন্দেহজনক

বিপিএলের চলতি আসরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেসার আল আমিন হোসেন। এবার সন্দেহের তালিকায় যুক্ত হলেন সিলেট সিক্সার্স স্পিনার শরীফুল্লাহ।

জানা গেছে, শরীফুল্লাহর অধিকাংশ বলই সন্দেহজনক। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিভিউ কমিটির কাছে জানানো হবে। ফলে তাকে আগামী ১৪ দিনের মধ্যে বিসিবির কাছে রিপোর্ট করতে হবে। তবে আপাতত সে খেলা চালিয়ে যেতে পারবে।

গত রোববারের ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার শরীফুল্লাহর সন্দেহজনক বোলিং নিয়ে ম্যাচ রেফারি দেবব্রত পালের বরাবর অভিযোগ দাখিল করেন। শরীফুল্লাহর বোলিং অ্যাকশন নিয়ে এর আগেও একবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রশ্ন তুলেছিলেন আম্পায়ররা।

এবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলেন শরীফুল্লাহ। ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ২ উইকেট পানসিলেট সিক্সার্সের এ স্পিনার।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের শেষ চার দল চূড়ান্ত

বিপিএলের শেষ চার দল চূড়ান্ত

খুলনাকে বিদায় দিয়ে শেষ চারে রংপুর

খুলনাকে বিদায় দিয়ে শেষ চারে রংপুর

বিপিএলে তৃতীয় বাংলাদেশির তালিকায় নাসির

বিপিএলে তৃতীয় বাংলাদেশির তালিকায় নাসির

রাজশাহীকে ৯৯ রানে হারিয়ে শেষ চারে ঢাকা

রাজশাহীকে ৯৯ রানে হারিয়ে শেষ চারে ঢাকা