নিরাপত্তার অজুহাত দেয়া হেলসই এবার রংপুর রাইডার্সে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১০ অক্টোবর ২০১৮
নিরাপত্তার অজুহাত দেয়া হেলসই এবার রংপুর রাইডার্সে

দুই বছর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে না আসা অ্যালেক্স হেলস বিপিএল খেলতে রাজি হয়েছেন। তার সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স।

রংপুর এবার ক্রিস গেইল, মাশরাফী, নাজমুল ইসলাম এবং মোহাম্মদ মিঠুনকে রেখে দিয়েছে। বিদেশিদের ভেতর থেকে প্রথম দফায় তারা হেলসকে নিল। ভিলিয়ার্সকে নেয়ারও চেষ্টা করছে দলটি।

ভিলিয়ার্সকে পাওয়া অবশ্য তাদের জন্য সহজ হবে না। কারণ এবার জানুয়ারির প্রথম দিকে বিপিএল হওয়ার কথা। ওই সময় বিগ ব্যাশ রয়েছে। বিগ ব্যাশ শেষ করে আসতে আসতে বিপিএলও শেষদিকে চলে যাবে। সেক্ষেত্রে সাত থেকে নয়টি ম্যাচ পেতে পারেন সাউথ আফ্রিকান কিংবদন্তি।

২০১৬ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসে ইংল্যান্ড। তার আগে গুলশানে জঙ্গি হামলা হয়। পরে এই সফরটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে এক সময় সফর চালিয়ে যেতে রাজি হয়। সেই সময় হেলসের সঙ্গে নাম প্রত্যাহার করে নেন মর্গ্যানও। ইসিবির পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার পরও দুজনে সেবার খেলতে আসেননি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনিকে অধিনায়ক করায় চটেছেন নির্বাচকরা

ধোনিকে অধিনায়ক করায় চটেছেন নির্বাচকরা

৮ বছর পর টি-টোয়েন্টি খেলবে দ.আফ্রিকা ও জিম্বাবুয়ে

৮ বছর পর টি-টোয়েন্টি খেলবে দ.আফ্রিকা ও জিম্বাবুয়ে

বউ চেয়ে আবেদনে সাড়া পাননি কোহলি

বউ চেয়ে আবেদনে সাড়া পাননি কোহলি

বড় বাঁচা বেঁচে গেলেন হেইডেন

বড় বাঁচা বেঁচে গেলেন হেইডেন