বিপিএলের পঞ্চম আসরের স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হলো বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
গত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন কুমিল্লা। ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি দলটি। নির্ধারিত সময়ের চেয়ে দু’ওভার বোলিংয়ের বেশি সময় নেয় তারা।
তাই স্লো ওভার রেটের কারণে অধিনায়ক তামিম ইকবালকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং অন্যদের ২০ শতাংশ জরিমানা দিতে হবে।
ওই দিন ১২ রানের জয়ে চলতি বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে কুমিল্লা। সেই সাথে দ্বিতীয় দল হিসেবে শেষ চারও নিশ্চিত করেছে তারা।