বিপিএলে বাংলাদেশ বোলারদের দাপট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে গতকাল বুধবার। শনিবার থেকে ঢাকায় শুরু হবে চলতি আসরের দ্বিতীয় ও শেষ পর্ব।
বন্দর নগরী চট্টগ্রাম পর্ব শেষে সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় রয়েছেন বিদেশি ব্যাটসম্যানরা। তবে ব্যাটিংয়ে বিদেশি ব্যাটসম্যানরা দাপট দেখালেও বোলিংয়ে সেরা সেরা বাংলাদেশের খেলোয়াড়রাই। শীর্ষ পাঁচের সবক’টিতেই রয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।
এর মধ্যে ৯ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়ে বিপিএলের শীর্ষে রয়েছেন খুলনা টাইটান্সের আবু জায়েদ। এর পরই রয়েছে যথাক্রমে সাকিব, তাসকিন, আবু হায়দার ও মোহাম্মদ সাইফউদ্দিন।
চট্টগ্রাম পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার
আবু জায়েদ (খুলনা টাইটান্স) : ম্যাচ ৯, ইনিংস ৯, ওভার ৩২.০, রান ২৯৫, উইকেট ১৫
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) : ম্যাচ ৯, ইনিংস ৯, ওভার ৩০.৫, রান ২২৫, উইকেট ১৩
তাসকিন আহমেদ (চিটাগং ভাইকিংস) : ম্যাচ ৯, ইনিংস ৯, ওভার ৩১.৫, রান ৩০৬, উইকেট ১৩
আবু হায়দার (ঢাকা ডায়নামাইটস) : ম্যাচ ৯, ইনিংস ৯, ওভার ২৮.২, রান ২১৮, উইকেট ১২
মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) : ম্যাচ ৯, ইনিংস ৯, ওভার ৩০.০, রান ২২৭, উইকেট ১২।