ইমন-নাফির ব্যাটিং ঝড়, বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিলো চিটাগং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
ইমন-নাফির ব্যাটিং ঝড়, বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিলো চিটাগং

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফির জোড়া ফিফটিতে ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং কিংস। ব্যাট নাফি ৬৬ রানে আউট হলেও ইমনের ব্যাট থেকে এসেছে ৭৮ রানে অপরাজিত ইনিংস।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল চিটাগং ‍কিংস। টস হরালেও ব্যাটিংটা বেশ ভালোভাবেই কাজে লাগান কিংসের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফি।

দলীয় ১২১ রানে উদ্বোধনী জুটি হারায় কিংস। ইনিংসের ১৩তম (১২.৩) ওভারে ব্যক্তিগত ৬৬ রানে সাজঘরে ফিরেন নাফি। ৪৪ বলে ৭টি চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান পাকিস্তানের এ ক্রিকেটার।

নাফি ফিরে গেলেও ইমনের সাথে ব্যাট হাতে কিংসের রানের চাকা সচল রাখেন ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক। ইমনের সাথে ৭০ রানের জুটি গড়েন তিনি। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৪৪ রানে ফিরেন তিনি।

২৩ বলে ক্লার্কের ইনিংসে ২টি চার ও তিনটি ছক্কার মার ছিল। ক্লার্ক ফিরলে ১৯১ রানে দ্বিতীয়  উইকেট হারায় চিটাগং। ওই ওভারে আরও একটি উইকেট হারায় তারা।

দুই বল বাকি থাকতে ২ বলে ২ রান করা শামীম হোসেন পাটয়ারী ফিরেন সাজঘরে। ফলে ১৯৩ রানে তৃতীয় উইকেট হারায় চিটাগং। শেষে দুই বলে খেলে কোন রান করেই অপরাজিত ছিলেন হোসাইন তালাত।

অন্যদিকে, ৭৮ রানে অপরাজিত ছিলেন পারভেজ হোসেন ইমন। ৪৯ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছিলেন ইমন।

বরিশালের পক্ষে বল হাতে মোহাম্মদ আলী এবং এবাদত হোসেন একটি করে উইকেট শিকার করেন।



শেয়ার করুন :