ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের মধ্যকার চূড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়ে শুক্রবার শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। পূর্ব ঘোাষিত সূচি থেকে ম্যাচটি এক ঘণ্টা আগে শুরু হবে। নতুন সময় অনুযায়ী মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত ৭টা ২৪ মিনিটে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে সময় এগিয়ে আনার কারণ হিসেবে কিছু জানানো হয়নি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার সূচি ছিল সন্ধ্যা ৭টায়। তবে ম্যাচের আগের দিন বিসিবি থেকে জানানো হলো- ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচ শুরু হওয়ার আধা ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে টস।
সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট, অর্থাৎ ইনিংসের মাঝে ২০ মিনিট বিরতি থাকবে। এছাড়া ৭টা ৫০ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় ইনিংস ৯টা ২০ মিনিটের মধ্যে শেষ হবে।
বিপিএলের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে চিটাগং কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স করায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালকে ফাইনালেও ফেভারিট ধরা হচ্ছে। তবে টি-টোয়েন্টি ম্যাচে যেকোন দল যেকোন সময় জ্বলে উঠতে পারে।