চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে ফরচুন বরিশাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১১তম আসরে ফাইনালে পা রাখলো বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসরের প্রথম কোয়ালিয়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠলো তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়েছিল চিটাগং কিংস। দলের পক্ষে ব্যাট হাতে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারী।

জবাবে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৮৩ রানের ইনিংসে ১৬ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় তুলে নেয় ফরচুন বরিশাল। এ জয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।

এদিকে, এ ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে চিটাগং কিংসের সামনে। এলিমিনেটর ম্যাচে জয় পাওয়া খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে তারা।  ওই ম্যাচের জয় দল বরিশালের বিপক্ষে ফাইনাল লড়াইয়ে মাঠে নামবে।

লক্ষ্য তাড়ায় তাওহিদ হৃদয়ের ৮৩ রান ছাড়া ডেভিড ম্যালান ৩৪ রানে অপরাজিত ছিলেন। এর আগে ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল ২৯ রানে সাজঘরে ফিরেছিলেন।



শেয়ার করুন :