রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

লিগ পর্বে টানা চার হারের পর নক আউটের হারের স্বাদ পেল রংপুর রাইডার্স। টানা আট জয়ে সবার আগে প্লে-অফে উঠা রংপুর এবার ব্যাটিং ব্যর্থতা খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে এলিমিনেটর থেকেই বিদায় নিলো। অন্যদিকে, রংপুরকে হারিয়ে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলা নিশ্চিত করলো খুলনা টাইগার্স।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন আকিভ জাবেদ। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

দুই ব্যাটার ছাড়া রংপুরের পক্ষে আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। খুলনা টাইগার্সের বোলারদের বিপক্ষে বাকি সবাই ছিলেন যাওয়া আসার পথে।

রংপুরকে স্বল্প রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে তিনটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। এছাড়া মোহাম্মদ নেওয়াজ, হাসান মাহমুদ এবং মুশফিক হাসান একটি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খালি হাতে ফিরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে মোহাম্মদ নাঈম এবং অ্যালেক্স রোজের জুটিতে ৫৮ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় তুলে নেয় রংপুর। নাঈম ৪৮ এবং রোজ ২৯ রানে অপরাজিত ছিলেন।

এ জয়ে আসরে কোয়ালিয়ারে খেলা নিশ্চিত করলো মেহেদী হাসান মিরাজের দল খুলনা টাইগার্স। অন্যদিকে, লিগে টানা আট জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স চলমান আসর থেকে বিদায় নিলো।



শেয়ার করুন :