বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলমান ১১তম আসরে প্রথমবোরের মতো খেলতে এসেছিল শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালস। ঢাকা এবারের আসরের সবচেয়ে আলোচিত দল হলেও মাঠের পারফম্যান্সে সফলতা পায়নি। তবে দলের মালিক শাকিব খান জানালেন, আগামীতে আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত হয়ে আসবে ঢাকা।
শনিবার (১ ফেব্রুয়ারি) লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস। ম্যাচটি দেখতে পুরোটা সময় মাঠে ছিলেন শাকিব খান। দল পরাজিত হলেও বিজয়ী দলের সেলা খেলোয়াড়ের হাতে শাকিব খানই পুরস্কার তুলে দেন।
বিপিএল লিগ পর্বের ১২ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে ঢাকা ক্যাপিটালস। টেবিলের ষষ্ঠ স্থানে থেকে ঢাকা শেষ করেছে প্রথমবারের মতো অংশ নেওয়া বিপিএল। ম্যাচ শেষে দীর্ঘ এক স্ট্যাটাসের মাধ্যমে বিপিএল অভিজ্ঞতা এবং আগামীর বিপিএল নিয়ে বার্তা দিয়েছেন শাকিব খান।
শাকিব খান লিখেন, “এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করা চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।”
আগামীতে আরও শক্তিশালী এবং জয়ের জন্য প্রস্তুত হয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে তিনি লিখেন, “যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন -আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন -এটাই আমাদের প্রতিশ্রুতি।”
সর্বশেষ দলের সকলকে ধন্যবাদ জানান শাকিব খান। লিখেন, “ঢাকা ক্যাপিটালসের খেলোয়ার, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।”