বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লিগ পর্বে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে চারদিন হোটেলে ছিল দুর্বার রাজশাহী, আশা ছিল প্লে-অফে খেলার। তবে টানা দুই জয় তুলে রাজশাহীর সেই স্বপ্ন ভেঙে দিলো খুলনা টাইগার্স। শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানের সংগ্রহ গড়ে ঢাকা ক্যাপিটালস। দলের পক্ষে ব্যাট হাতে ৫৮ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। দলের বাকি কেউ বড় সংগ্রহ গড়তে পারেনি।
লিগ পর্বে ঢাকা ক্যাপিটালসের এটাই ছিল শেষ ম্যাচ। এর আগে গত ১১ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই ছিটকে গিয়েছিল শাকিব খানের মালিকাধীন ঢাকা ক্যাপিটালস। এ হারে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে বিপিএল শেষ হলো ঢাকা।
জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে খুলনার -এমন সমীকরণ নিয়ে জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে খুলনা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে ৬ উইকেটে জয় তুলে নেয় খুলনা। মিরাজ ৭৪ রানে অপরাজিত ছিলেন। ৫৫ বলের তার এই ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা ছিল।
মিরাজের পর দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন এলেক্স রোজ। ঢাকার বিপক্ষে ১৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
এ জয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করলো খুলনা টাইগার্স। লিগের ১২ ম্যাচে ৬ জয়ে খুলনার পয়েন্ট ১২, রান রেটে (০.১৮৪) এগিয়ে থেকে চতুর্থ স্থানে উঠেছে তারা।
অন্যদিকে, সমান ১২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় প্লে-অফের দৌড়ে থেকে ছিটকে গেল দুর্বার রাজশাহী। রাজশাহীর রানরেট -১.০৩। যেখানে ১২ পয়েন্ট নিয়ে খুলনার রানরেট ০.১৮৪।