বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে রেকর্ড গড়লেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন ফরচুন বরিশালের হয়ে খেলা নবী।
রেবাবার (২৬ জানুয়ারি) চলতি বিপিএলের ৩৩ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন ফরচুন বরিশালের নবী। জোড়া উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি।
নবী নতুন করে রেকর্ড গড়ায় পেছনে পড়েছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। এখন পর্যন্ত বিপিএলে ৬৬ ম্যাচ খেলে ৭৪ উইকেট শিকার করেছেন নবী। তার ইকোনমি ৬.৭১ ও গড় ১৯.৩৫।
৮৬ ম্যাচে ৮.৩৭ ইকোনমি ও ২৪.৩৬ গড়ে ৭৩ উইকেট শিকার করেছেন পেরেরা। এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন পেরেরা। এছাড়া বিদেশিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৬৬ উইকেট শিকার করেছেন ৫৯ ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১১৩ ম্যাচের ১৪৯ উইকেট আছে সাকিবের। এতে এবারের বিপিএলে না খেলায় তার আর উইকেট বাড়েনি।