বিদেশিদের ম্যাচ বয়কট, দেশিদের নিয়ে খেলছে রাজশাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫
বিদেশিদের ম্যাচ বয়কট, দেশিদের নিয়ে খেলছে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিরল এক রেকর্ডের জন্ম দিলো দুর্বার রাজশাহী। আসরের ৩৪তম এবং নিজের ১১তম ম্যাচে বিদেশিদের ছাড়া দেশি ক্রিকেটারদের একাদশ খেলছে তারা। পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর হয়ে ম্যাচ বয়কট করেছেন বিদেশি ক্রিকেটারা।

রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ঘটনা ঘটালো দুর্বার রাজশাহীর। জানা গেছে, পারিশ্রমিক না দেওয়ায় দলের বিদেশি ক্রিকেটাররা খেলতে রাজি হয়নি। এমনকি দেশি ক্রিকেটারা টিস বাসে করে মাঠে আসলেও বিদেশি ক্রিকেটাররা হোটেলেই রয়ে গেছেন।

তবে শেষ পর্যন্ত বিসিবির কাছে এক আবেদনে বিদেশিদের ছাড়াই একাদশ সাজানোর অনুমতি পেয়েছে দুর্বার রাজশাহী। ফলে তাসকিন আহমেদের নেতৃত্বে টস হেনে প্রথমে ব্যাট করছে রাজশাহী।

অবশ্য রাজশাহীর এমন ইস্যু নতুন নয়। এর আগেও চলতি আসরে বেশ কয়েকবার ক্রিকেটারদের পাওয়া নিয়ে গড়িমসি করেছ। চট্টগ্রাম পর্বেও ম্যাচের আগে অনুশীলন বয়কট করতে বাধ্য হয়েছিলেন ক্রিকেটাররা। পরবর্তীতে চাপের মুখে পড়ে সে সময় ২৫ শতাংশ বকেয়া পরিশোধ করে মালিকপক্ষ।



শেয়ার করুন :