রাজশাহীর কাছে পরাজয়কে ‌‘সতর্কবার্তা’ বলছেন সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫
রাজশাহীর কাছে পরাজয়কে ‌‘সতর্কবার্তা’ বলছেন সোহান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে টানা আট জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে নানা বিতর্কের মধ্য দিয়ে চলা দুর্বার রাজশাহীর কাছে হারের স্বাদ পেল। এমন হারকে দলের জন্য ‘এলার্মিং’ হিসেবে উল্লেখ করছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের রংপুরের অধিনায়ক সোহান বলেন, “আমরা টুর্নামেন্টে ভালো খেলছি, এটা (হার) অবশ্যই আমাদের জন্য এলার্মিং। আমার মনে হয় যে, এখন সবাই সবার জায়গা থেকে চিন্তা করতে পারবে। ক্রিকেট জিনিসটাই এ রকম.. জিততে হলে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে।”

চলমান আসরে এ ম্যাচের আগে নিজেদের খেলা ৯ ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছিল দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক বিকর্ত ছাড়াও অধিনায়ক বদল করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে, নিজেদের খেলা আট ম্যাচের মধ্যে সবগুলোতেই জয় তুলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। নিজেদের খেলা ৯ম ম্যাচে এসে রাজশাহী কাছে প্রথম হারের স্বাদ পেল তারা।

দলের হার নিয়ে সোহান বলেন, “নরমালি আপনি আসলেন, খেলবেন জিতবেন -এটা আশা করা ঠিক না। যেদিন ভালো ক্রিকেট খেলবেন ওইদিনই জিতবেন। অবশ্যই আমাদের এখন ওই জিনিসটা চিন্তা করবে সবাই। আমরা কোথায় মিসটেকগুলো করেছি বা এখান থেকে আরও কিভাবে শকিশালী হয়ে আসা যায়.., আমার কাছে মনে হয় অবশ্যই এটা নিয়ে সবাই কাজ করবে।”

তিনি আরও বলেন, “আমার কাছে মনে হয় যে, পাওয়ার প্লে-তে আমরা ভালো শুরু করি নাই। ভালো রান দিয়ে দিয়েছি, হয়তো ১৫ ওভার পড়ে ভালো কামবেক করেছি। ইতিমধ্যে রানটা হয়ে গেছে। একই সাথে ব্যাটিং করার সময়ও পাওয়ার প্লেটা আমাদের দিকে যায়নি। প্রথম ৬ ওভার, টি-টোয়েন্টিতে বোলিং বলেন বা ব্যাটিং বলেন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দুইটাই আমাদের বিপক্ষে গিয়েছে।”



শেয়ার করুন :