বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২৯তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হারলো চিটাগং কিংস। তানজিদ হাসান তামিমের ছক্কার রেকর্ড গড়ার ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে ঢাকা। দলের জয়ের ব্যাট হাতে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেছেন তানজিদ তামিম।
বুধবার (২২ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ গড়ে চিটাগং কিংস। জবাবে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস।
সিলেট পর্বে নিজের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছিল চিটাগং কিংস। সিলেটে ঢাকার ওই হারটি ছিল আসরে তাদের টানা পঞ্চম হার। তবে নিজেদের দ্বিতীয় দেখায় জয় তুলে দারুণ প্রতিশোধ নিলো ঢাকা।
এদিকে, এ জয়ে নিজেদের খেলা ১০ ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেল শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে তারা। অন্যদিকে, এ ম্যাচে হারলেও ৯ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই রয়েছে চিটাগং কিংস।