বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। আসরের ২৭তম এবং নিজেদের ৯ম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সে ৬ রানে হারিয়ে দিয়েছে ঢাকা। এ জয়ে সিলেটকে তলানীতে পাঠিয়ে ষষ্ঠস্থানে উঠেছে শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা।
সোমবার (২০ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করে লিটন দাসের ফিফটিতে (৭০) ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ গড়ে ঢাকা ক্যাপিটালস। লিটন ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক থিসেরা পেপেরা।
জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রনি তালুকদারের ৬৮ রানের ইনিংসে ভর করেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ৭ উইকেটে ১৯০ রানে থেমে যায় সিলেটের ইনিংস। ফলে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
এ জয়ে ৯ ম্যাচে মাত্র ২টি জয় পেলেও ৪ পয়েন্ট নিয়ে রান রেটে (-০.২৭৯) এগিয়ে থেকে সিলেটকে পেছনে ফেলে ঢাকা। অন্যদিকে, এক ম্যাচ কম ৮ ম্যাচে ২ জয়ের ৪ পয়েন্ট অর্জন করলেও রানরেটে (-১.৩৮২) পেছিয়ে থাকায় তলানীতে চলে যায় সিলেট স্ট্রাইকার্স।
বিস্তারিত আসছে...