লিটন দাসের আরও একটি ফিফটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৫
লিটন দাসের আরও একটি ফিফটি

ব্যাট হাতে ফর্মে না থাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা হয়নি লিটন কুমার দাসের। জাতীয় দলের হয়ে পারফর্ম করতে না পারা লিটন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ খেলে চলছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট হাতে তুলে নিয়েছেন ফিফটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১১তম আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন লিটন দাস। টেবিলের তলানীতে থাকা ঢাকার হয়ে শুরুতে লিটন দাসের ব্যাটেও রান ছিল না। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বিবেচিত হননি আগে থেকে ফর্মে না থাকা লিটন দাস।

বিপিএল দলের চতুর্থ ম্যাচে প্রথম ফিফটি করেন লিটন দাস। আগের তিন ম্যাচে ০, ২ এবং ৯ রান করা লিটন দাস সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট হাতে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। তবে দল জয়ের মুখ দেখতে পারেনি। ৩ উইকেটে টানা চতুর্থ হারের স্বাদ পেয়েছিল ঢাকা।

শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালস প্রথম জয়ের দেখা পায় নিজেদের ষষ্ঠ ম্যাচে। ওই ম্যাচে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া ঢাকার হয়ে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস।

যদিও পরের ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে আবারও হারের স্বাদ পেয়েছে ঢাকা। ওই ম্যাচে বড় সংগ্রহের দেখাও পাননি লিটন দাস। ১৭ বলে ১৩ রান করেই ফিরতে হয়েছিল সাজঘরে। তবে আবারও রানের দেখা পেলেন লিটন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৩৮ বলে ফিফটি (৫১*) করে লিটন দাস। তবে শেষ পর্যন্ত খেলে মাঠ ছাড়তে পারেননি। ইনিংসের ১৯ ওভারের শেষ বলে ৭০ রানে সাজঘরে ফিরেন লিটন। ৪৮ বলে তার এই চারটি করে চার ও ছক্কার মার ছিল।

লিটন দাসের ৭০ রানে ভর করে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস। লিটন ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক থিসেরা পেপেরা।



শেয়ার করুন :