চেনা রূপে ঢাকা, জয়ে ফিরলো বরিশাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫
চেনা রূপে ঢাকা, জয়ে ফিরলো বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে আলোচিত শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস নিজের সপ্তম ম্যাচে গিয়ে দেখা পেয়েছিল প্রথম জয়। পরের ম্যাচেই পেল আবারও সেই হারের স্বাদ। তামিম ইকবালের ফিফটিতে ঢাকাকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ফরচুন বরিশাল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া চট্টগ্রামে পর্বের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৩ বল বাকি থাকতেই গুটিয়ে যাওয়ার আগে ১৩৯ রানে সংগ্রহ পায় ঢাকা। ওপেনার তানজিদ হাসান তামিম ফিফটি (৬২) করলেও দলের বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। গত ম্যাচে সেঞ্চুরি করা রিটন দাস করেন ১৩ রান।

জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ফিফটি এবং ইংলিশ ক্রিকেটার দাউদ মালানের অপরাজিত ৪৯ রানের ইনিংসে ২৪ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় তুলে নেয় ফরচুন বরিশাল।

এ জয়ে নিজের খেলা ছয় ম্যাচে চারটি জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ফরচুন বরিশাল। পয়েন্টে এগিয়ে থাকলেও রান রেটে তিন নম্বরে থাকা চিটাগং কিংসের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে তারা।

অন্যদিকে, হারতে হারতে তলানীতের পড়ে থাকা ঢাকা ক্যাপিটালস সিলেট পর্বে নিজেদের সপ্তম ম্যাচে রেকর্ক গড়ে জয় তুলে নিয়েছিল। তবে অষ্টম ম্যাচে এসে আবারও হারলো শাকিব খানের মারিকাধীন দলটি।

এ হারে আট ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতের পড়ে রয়েছে দলটি।



শেয়ার করুন :