ঢাকার প্রথম পর্ব এবং সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন বন্দর নগরী চট্টগ্রামে। নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ফরচুন এবং ফরচুন বরিশাল। অপর ম্যাচ খেলতে মাঠে নামবে চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স।
টানা ছয় ম্যাচে পরাজিত হয়ে খাদের কিনারায় চলে যাওয়ার পর সিলেটে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ের মুখ দেখেছে ঢাকা। ওই ম্যাচে ঢাকা বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে।
রাজশাহীর বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ঢাকা প্রথমে ব্যাটিং থেকে ১ উইকেটে ২৫৪ রানের স্কোর সংগ্রহ করেছিল। রেকর্ড জয়ে কাগজে-কলমে এখনো প্লে-অফে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে ঢাকার। যদি লিগ পর্বে বাকি ম্যাচগুলোতে জয় পেতে হবে।
ঢাকার হয়ে লিটন দাস ৪৪ বলে সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশি কোন ব্যাটারের জন্য বিপিএলে এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত লিটন ৫২ বলে ১২৫ রানে অপরাজিত ছিলেন।
এদিকে, পাঁচ ম্যাচে তিন জয়সহ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বরিশাল। সাত ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।
দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংস তাদের দ্বিতীয় স্থান শক্তিশালী করতে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে। চার ম্যাচে এ পর্যন্ত তিনটিতেই জয়ী হয়েছে চট্টগ্রাম। টেবিলের চতুর্থ স্থানে থাকা খুলনা পাঁচ ম্যাচের দু’টিতে জয়ী হয়েছে।