বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের শুরু থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কথা হচ্ছিল। এবার সেটি অনুশীলন বয়কটের মতো বিষয়ে গিয়ে দাঁড়ালো। চট্টগ্রাম পর্বে ম্যাচের আগে নিজেদের অনুশীলন থেকে সরিয়ে নিয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজশাহীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। তবে অনুশীলন শুরুর মাত্র ১২ মিনিট আগে একই গ্রুপে জানানো হয় বাতিল করা হয়েছে ক্রিকেটারদের অনুশীলন।
অনুশীলন বাতিলের বিষয়ে রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, ‘ক্রিকেটারদের রেস্ট দেওয়া হয়েছে।’ তবে বিষয়টি যে বিশ্রাম নয় তা প্রকাশ হতে খুব বেশি সময় লাগেনি। জানা যায়, পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটারা।
দলের এক ক্রিকেটার না প্রকাশ করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিপিএলের চলমান আসর প্রায় মাঝপথে চলে আসলেও এখনো কোন টাকা পাননি। যার ফলে অনুশীলন করা থেকে বিরত রয়েছেন দলের ক্রিকেটাররা।
বিষয়টি নিয়ে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাব হোসেন অপির নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে মেসেস দেওয়া হলেও তিনি তার উত্তর দেননি।