লিটন-তানজিদের সেঞ্চুরি, বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০২৫
লিটন-তানজিদের সেঞ্চুরি, বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড

দুই ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড রানের ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাট করতে নেমে কোন ১ উইকেটে ২৫৪ রানে সংগ্রহ গড়েছে ঢাকা।

বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছিল দুটি দলের দখলে, রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম ভাইকিংস। দুটি দলই সমান ২৩৯ রান করে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার মালিক ছিল।

২০১৯ আসরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছিল রংপুর। এরপর ২০২৪ বিপিএলে সিলেটের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৩৯ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবার দুই দলের রেকর্ড ভেঙে বিপিএলে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো ঢাকা ক্যাপিটালস। রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ইতিহাসে নতুন করে রেকর্ড গড়ে আসরের নতুন দল ঢাকা ক্যাপিটালস।

রাজশাহীর বিপক্ষে ১ উইকেটে ২৫৪ রানের সংগ্রহ গড়ে ঢাকা। যা বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।

দলের পক্ষে ব্যাট হাতে ১০৮ রান করেন তানজিদ হাসান তামিম। ৬৪ বলের তার এই ইনিংসে ৬টি চার ও ৮টি ছক্কার মার ছিল। এছাড়া লিটন কুমার দাস খেলেন অপরাজিত ১২৫ রানের ইনিংস। ৫৫ বলে লিটনের ইনিংসের ১০টি চার ও ৯টি ছক্কা ছিল।

ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরেন তানজিদ তামিম।  এরপর লিটন দাসের উইকেটে এসে ২ বলে ৭ রান করেন সাব্বির রহমান।

লিটন-তানিজদের এমন দানবীয় ইনিংসের উপর ভর করে ২৫৪ রানের সংগ্রহ পায় চলমান বিপিএলে এখনো জয় না পাওয়া ঢাকা ক্যাপিটালস।



শেয়ার করুন :