ফর্মে না থাকায় নির্বাচকদের আস্থা হারনোয় ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন ট্রফির দলে বিবেচিত হননি লিটন কুমার দাস। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে ঝড় তুলছেন তিনি। আগের ম্যাচে ৭৩ করা লিটন এবার করলেন সেঞ্চুরি।
রোববার (১২ জানুয়ারি) দুর্বার রাজশাহীর বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে বোলারদের তুলোধনা করেন লিটন দাস। ২৪ বলে ২১২.৫০ স্ট্রাইক রেটে ফিফটি (৫১*) স্পর্শ করেন লিটন দাস। তানজিদ হাসান তামিমের সাথে জুটি গড়ে একের পর এক বাউন্ডারি-ওভারবাউন্ডারি মেরে সেঞ্চুরি স্পর্শ করেন লিটন।
৪৪ বলে সেঞ্চুরির কোটা পূরণ করে লিটন দাস। ৮টি চার আর ৭টি ছক্কার সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম শতক হাঁকান তিনি। শুধু সেঞ্চুরি নয়, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি হাঁকাকিয়েছেন লিটন দাস। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে ছিলেন অপিরাজিত।
লিটন দাস এ রেকর্ডে ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়েলসের বিপক্ষে। লিটনও সমানসংখ্যক বল খেলে সেঞ্চুরি পেলেন।
এছাড়া বিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ। তিনি ২০১২ সালে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।
লিটন দাসের পর তানজিদ তামিমও সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওপেন করতে নেমে ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফিরেছেন জুনিয়র তামিম। ৬৪ বলে ১০৮ রানের তামিমের ইনিংসে ছিল ৬টি চার ও ৮টি ছক্কার মার।
লিটন দাস এবং তানজিদ তামিমের এমন ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলইতিহাসে সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে ঢাকা ক্যাপিটালস। মাত্র ১ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রড় দাঁড়িয়েছে ২৫৪ রানে।