বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই দলই টানা হারের বৃত্তে ছিল। নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্স জয়ের দেখা পেলেও ঢাকা ক্যাপিটালস ষষ্ঠ ম্যাচেও পারলো না। ঢাকাকে ষষ্ঠ পরাজয়ের স্বাদ দিয়ে প্রথমবারের মতো জয়ের দেখা পেল সিলেট।
শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ গড়েছিল ঢাকা ক্যাপিটালস। দলের পক্ষে ব্যাট হাতে লিটন কুমার দাস ৭৩ এবং মুমিন শাহরিয়ার ৫৩ রানের ইনিংস খেলেছিলেন।
জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জাকির হাসানের ফিফটির (৫৪) পর শেষ দিকে অধিনায়ক আরিফুল হকের ব্যাটিং ঝড়ে ৮ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় তুলে নেয় সিলেট স্ট্রাইকার্স। চলমান আসরে সিলেটের এটি প্রথম জয়।