বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের সপ্তম ও টুর্নামেন্টের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স। মঙ্গলবার দিনের প্রথম খেলায় টস জিতে সিলেটের অধিনায়ক নাসির হোসেনদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি।
চলমান আসরে লিগ পর্বে নিজেদের নবম ম্যাচ খেলতে নেমেছে রংপুর। আগের ৮ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর। অপরদিকে ৯ খেলায় ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে নাসির-সাব্বিরের সিলেট।
রংপুর রাইডার্স একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন, রবি বোপারা, সামিউল্লাহ শেনওয়ারি, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, জিয়াউর রহমান, রুবেল হোসেন, লাসিথ মালিঙ্গা।
সিলেট সিক্সার্স
নাসির হোসেন (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, নুরুল হাসান, রস ওয়াইটলি, সাব্বির রহমান, বাবর আজম, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, টিম ব্রেসনান, ও সোহেল তানভীর।