দলে থাকলেও ফিটনেস এবং রাজনৈতিক কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে খেলতে পারছেন না মাশরাফি বিন মর্তুজা। সাবেক এই অধিনায়কবিহীন সিলেট স্ট্রাইকার্স যেন দিসেহারা হয়ে পড়েছে। টানা হারের মধ্যে থাকা দলটিকে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ দিলো বর্তমান চ্যাম্পিয়ন দল তামিম ইকবালের ফরচুন বরিশাল।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট পর্বের চতুর্থ এবং দ্বিতীয় দিনের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৫৭ বল হাতে রেখেই ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ফরচুন বরিশাল। দলের জয়ে ফিফটি করেন কাইল মায়ার্স। মাত্র ২ রানের জন্য ফিফটি স্পর্শ করতে পারেননি তাওহিদ হৃদয় (৪৮)।
চলমান বিপিএলে ফরচুন বরিশালরে এটি তৃতীয় জয়। চার ম্যাচ খেলে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল তারা। অন্যদিকে, আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা সিলেট হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ নিলো।
টস হেরে প্রথমে ব্যাট করে ১৮.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১২৫ রানের সংগ্রহ গড়েছিল সিলেট স্ট্রাইকার্স। দলের পক্ষে ব্যাট হাতে রাকিম কর্নওয়াল ১৮, জাকির হাসান ২৫, জর্জ মুন্সি ২৮ এবং অধিনায়ক আরিফুল হক ৩৬ রান করেন।
এছাড়া বাকি সবাই ছিলেন যাওয়া আসার মাঝে। বিপরীতে বরিশালের পক্ষে বল হাতে জাহানদাদ খান এবং রিশাদ হোসেন ৩টি করে উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলের রানের খাতা খোলার আগেই তামিম ইকবালকে হারায় বরিশাল। এরপর দলীয় ৬ রানে নাজমুল হোসেন শান্তকে (৪) হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে কাইল মায়ার্স এবং তাওহিদ হৃদয়ের ১১৬ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় বরিশাল।
দলীয় ১২২ রানে সাজঘরে ফিরেন ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থাকা তাওহিদ হৃদয় (৪৮)। পরে জাহানদাদ খানকে সাথে নিয়ে বাকি কাজটুকু সারেন মায়ার্স। তিনি অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন। অন্যপ্রান্তে জাহানদাদ ৪ রানের অপরাজিত ছিলেন।