তামিমের ব্যাটে জয়ে ফিরলো বরিশাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
তামিমের ব্যাটে জয়ে ফিরলো বরিশাল

সিলেটে জ্বলে উঠলো তামিম ইকবালের ব্যাট। জাতীয় দলের ড্যাসিং ওপেনার খ্যাত তামিম ইকবাল অপরাজিত রানের ইনিংসে জয়ে ফিরলো বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দুর্বার রাজশাহীর বিপক্ষে ছক্কা মেরে বরিশালকে ৭ উইকেটে জয় উপহার দেন তামিম।

সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ গড়ে দুর্বার রাজশাহী। জবাবে তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫ বল বাকি রেখেই জয়ে পেয়ে যায় বরিশাল।

দলের জয়ে ব্যাট হাত অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। ৪৮ বলে তার এই ইনিংসে ১১টি চারের সাথে ৩টি ছক্কার মার ছিল। ছক্কা মেরেই দলের জন্য নিশ্চিত করেন অধিনায়ক তামিম ইকবাল।

চলমান বিপিএলে ফরচুন বরিশালের এটি দ্বিতীয় জয়। ঢাকার প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে এই রাজশাহীর বিপক্ষেই ৪ উইকেটে জয় পেয়েছিল তারা। দ্বিতীয় দেখাতেও জয় পেলে বরিশাল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকায় রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের হারের নিয়েছিল তামিম ইকবালের বরিশাল।

দুর্বার রাজশাহীর এটি টানা দ্বিতীয় এবং তৃতীয় হার। বরিশালের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা রাজশাহী দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসতকে হারিয়েছিল। তবে পরের ম্যাচেই চিটাগং কিংসের বিপক্ষে হারের পর এবার বরিশালের বিপক্ষে আবারও হারলো রাজশাহী প্রতিনিধি করা দলটি।

চার ম্যাচে তিন হারে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেলে দুর্বার রাজশাহী। বিপরীতে রাজশাহীকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে ফরচুন বরিশাল।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পেয়েছিল রাজশাহী। দলের পক্ষে ব্যাট হাতে অধিনায়ক এনামুল হক বিজয় সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া ইয়াসির আলী ৩৭, জিসান আলম ৩৮ এবং মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে ২২ রান।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচ সেরা তামিম ইকবালের অপরাজিত ৮৬ রান ছাড়াও ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন অভিজ্ঞ ক্রিকেটার মুুশফিকুর রহিম। এছাড়া কাইল মায়ার্স ২৪ এবং তাওহিদ হৃদয় ১৩ রান করেছিলেন।



শেয়ার করুন :