বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুরকে যেন কোন দলই আটকাতে পারছে না। নিজেদের মাঠে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়েও জয় পেল না সিলেট স্ট্রাইকার্স।
সিলেটকে টানা হারের স্বাদ দিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ওপেনার এলেক্স হেলস-এর সেঞ্চুরি এবং সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় রংপুর।
চার ম্যাচে চারটিতেই জয় তুলে টেবিলে শীর্ষেই রয়েছে নুরুল হাসান সোহানের দল রংপুর। অন্যদিকে, মিরপুরে হারের পর সিলেটের মাঠেও টানা হারে কোন পয়েন্ট অর্জন করতে না পারায় টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সিলেট স্ট্রািইকার্স।
সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া সিলেট পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স। দুই ব্যাটার রনি তালুকদার ও জাকির হাসানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০৫ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক সিলেট। রনি ৫৪ ও জাকির ৫০ রান করেন।
এছাড়া শেষ দিকে ৪টি চার ও ১টি ছক্কায় জোন্স ১৯ বলে ৩৮ এবং ৩টি ওভার বাউন্ডারিতে ৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন জাকের। রংপুরের পক্ষে বল হাতে সাইফুদ্দিন ৩১ রানে ২টি উইকেট উইকেট শিকার করেন।
জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। প্রথম ওভারের শেষ বলে খালি হাতে ফিরেন আজিজুল হাকিম। দলীয় ২ রানে উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৬ রানের পার্টনারশীপ গড়েন এলেক্স হেলস এবং সাইফ হাসান।
ব্যক্তিগত ৮০ সাইফ ফিরলে দ্বিতীয় উইকেট হারায় রংপুর। ৪৯ বলে ৩ চার ও ৭টি ছক্কার মারে নিজের ইনিংস সাজান সাইফ। এরপর ইফতেখার আহমেদকে সাথে নিয়ে বাকি কাজটুকু সারেন এলেক্স হেলস।
ম্যাচ সেরা এলেক্স হেলসের ব্যাট থেকে আসে অপরাজিত ১১৩ রান। ৫৬ বলে এলেক্স হেলসের এই ইনিংসে ১০টি চার ও ৭টি ছক্কার মার ছিল। উইকেটের অন্যপ্রান্তে ৪ বল খেলে ৮ রানে অপরাজিত ছিলেল ইফতেখার।