বিপিএলে ধারাভাষ্য দিলেন ফারুক আহমেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪
বিপিএলে ধারাভাষ্য দিলেন ফারুক আহমেদ

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে ধারাভাষ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সোমবার (৩১ ডিসেম্বর) খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচের কিছু সময় ধারাভাষ্য দেন তিনি।

ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ধারাভাষ্য কক্ষে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক। এরপর কিছুক্ষণ বাংলায় ধারাভাষ্য দেন তিনি। এ সময় খুলনার ছুঁড়ে দেওয়া ২০৪ রানের টার্গেট তাড়া করছিল চট্টগ্রাম।

ধারাভাষ্য কক্ষ থেকে বের হয়ে প্রেস বক্সে সাংবাদিকদের সাথে দেখা করেন ফারুক আহমেদ। এ সময় মিরপুরের প্রেস বক্সে উপস্থিত ক্রীড়া সাংবাদিকদের সাথে বিপিএলে টিকিট সমস্যা সমাধান ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

ধারাভাষ্য করার অভিজ্ঞতা সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‍“আমাকে বল-টু-বল ধারাভাষ্য করতে হয়নি। আমি একটি সাক্ষাৎকার দিয়েছি।”

সভাপতি হিসেবে বিসিবির নেতৃত্ব পাওয়ার ফারুক আহমেদের এটাই প্রথম বিপিএল আসর। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিপিএলেই বেশ কিছু বিষয়ে নতুনত্ব নিয়ে এসেছেন তিনি।

বিপিএলে প্রথমবারের মতো দর্শকদের জন্য ফ্রি পানি পান করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিপিএলে এবারই প্রথমবারের মতো থাকছে সাসকট। যা জুলাই আগস্টের আন্দোলনকে ধারণ করে ‘ডানা ৩৬’ নামে নামকরণ করা হয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :